নিজস্ব সংবাদ দাতা :দৈনিক আবেশভূমি ডেস্ক: পশ্চিম মেদিনীপুর।মেদিনীপুর পুরসভার প্রয়াত কাউন্সিলর, তথা মেদিনীপুর নির্ণয় হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল নাগের স্মৃতিতে “রাহুল নাগ স্মৃতি রক্ষা” কমিটির উদ্যোগে তৃতীয় বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে আয়োজিত এই শিবিরে দু-জন মহিলা সহ মোট ২৯ জন রক্তদান করেন। শিবির উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ।স্মৃতি রক্ষা কমিটির পক্ষে শিবিরে সবাইকে স্বাগত জানান প্রয়াত

    রাহুল নাগের স্ত্রী শ্রাবণী নাগ ও কন্যা শ্রীজিতা নাগ। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কাঞ্চন ধাড়া, ডাঃ সন্ধ্যা ধাড়া,জেলার যুগ্ম কৃষি অধিকর্তা দিব্যেন্দু সামন্ত,ব্লাড ডোনর্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর, সম্পাদক জয়ন্ত মুখার্জি, কেশপুর ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক ফাকরুদ্দিন মল্লিক,ভাদুতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী,মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া,লালগড় গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা স্বর্ণলতা বেরা, রবীন্দ্র নিলয় স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা,মেদিনীপুর কুইজ কেন্দ্রের জেলার সভাপতি “শিক্ষারত্ন” শিক্ষক গৌতম বোস, সম্পাদক, প্রধান শিক্ষক সুভাষ জানা,কুই্যজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক স্নেহাশিস চৌধুরী, কুই্যজ কেন্দ্রের সদস্য শিক্ষক মণিকাঞ্চন রায়,সদস্যা শিক্ষিকা সুতপা বসু, শিক্ষিকা আল্পনা দেবনাথ বসু, শিক্ষিকা শবরী বসু, সমাজসেবী শিক্ষক সুব্রত মহাপাত্র, চুয়াডাঙ্গা হাইস্কুলের সহ-প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক। সমাজকর্মী অভ্রজ্যোতি নাগ, রবীন ধর, নন্দলাল ভকত, তপন ভকত,শিক্ষিকা সবিতা মান্না, অনিন্দিতা কুন্ডু, অর্পিতা কুন্ডু, শিক্ষক কিংশুক রায় সুমনজিৎ দে, শ্বাশতী দে, পৌষালী সামন্ত, মৌসুমী চৌধুরী প্রমুখ। শিবিরে ১৪৯ তম রক্তদান করেন পশ্চিম মেদিনীপুর জেলার ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জি।সবুজায়নের বার্তা দিতে রক্তদাতা ও অতিথিদের মেহগিনি চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়। পাশাপাশি অতিথি ও রক্তদাতাদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও স্মারক তুলে দেওয়া হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *