নিজস্ব সংবাদ দাতা:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লকের বিভিন্ন এলাকা নিম্নচাপের অতি বর্ষণে জমা জলে নীচু এলাকা, রাস্তাঘাট প্লাবিত। ইয়াস দুর্যোগের ফলে সমুদ্র উপকূলবর্তী ও নদী কূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ বাড়ীর লোকজনকে খোলা অাকাশের নীচে বৃষ্টিতে ভিজে ই দিন কাটাতে হচ্ছে। সুনিয়া,বাহার ছনবেড়িয়া, ঘোড়াঘাটা,ফুলবাড়ী,কশাফলিয়া, উত্তর অামতলিয়া, পূর্ব অামতলিয়া, কালুয়া,দক্ষিণ অাড়িয়া প্রভৃতি এলাকায় এখনো অনেকে ঘরবাড়ী মেরামতীর ক্ষতিপূরণ না পাওয়ায় অতি বর্ষণে গৃহস্থরা চরম দুর্বিপাকে।দেশপ্রাণ ব্লকের অামতলিয়া, অাঁউরাই, ধোবাবেড়িয়া, সরদা,বসন্তিয়া, চালতি, দারিয়াপুর, বামুনিয়া সব অঞ্চলে বীজতলা ও নার্সারি জলে হাবুডাবু খাচ্ছে ও বাড়ীঘরে জল পড়ছে। কাঁথি-১, কাঁথি-৩ সহ এগরা ও কাঁথি মহকুমা র সব ব্লকই কমবেশী ক্ষতিগ্রস্থ। জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে ত্রিপল,খাদ্য ও অন্যান্য ত্রাণসামগ্রী বরাদ্দ করার অাবেদন জানিয়েছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *