গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। সারা ভারত কৃষক সভার পটাশপুর -২ব্লক কমিটির ৪০ তম সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। কমরেড ভানুপট্টনায়ক পল্লী ও বিমলেন্দু মহান্তি মঞ্চে প্রয়াত দলীয় নেতৃত্ব ভানু পট্টনায়ক, অমর গোস্বামী, বিমলেন্দু মহান্তি সহ দল ও দেশরক্ষ এমনকি কোভিডে প্রয়াত দেশের কৃতী মানুষের প্রয়ানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে সম্মেলনের
সূচনা হয়। সংগঠন কে মজবুত করা, আসন্ন ভারত বনধ সম্পর্কে কর্মীদের অবহিত করা, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ নিয়ে আলোচনা, ধারাবাহিক কর্মসূচি গৃহীত হয়।সম্মেলনে অশোক পট্টনায়ক’কে সভাপতি এবং গোরাচাঁদ পাহাড়িকে সম্পাদক করে ১৮ জনের একটি শক্তিশালী কমিটি গঠিত হয়। ২৯ শে সেপ্টেম্বর চন্ডিপুরে জেলা সম্মেলনের জন্য ৬ জন ডেলিগেট নির্বাচিত হন। সম্মেলনে ১৩২ জন অংশগ্রহণ করেন। ছিলেন কৃষক সভার ব্লক, জেলা ও রাজ্য নেতৃত্ব কালীপদ দাস মহাপাত্র, ভুবন খাটুয়া, সামসুল বেগ, নকুল বর্মন, আশীষ শী প্রমুখ।