দৈনিক আবেশভূমি :এগরা কাঁথা:পূর্ব মেদিনীপুর।কেলেঘাই নদী বাঁধ ভাঙনে জলের তোড়, সুবর্ণরেখা নদীর উপচে পড়া জল ও উপর্যুপরি নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টির জমা জলের ত্রিফলায় কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্নে জলাশয়ের রূপ পেয়েছে। বিগত প্রায় মাসাধিক কালে সাধারণ মানুষের জলযন্ত্রণার বিরাম নেই।পটাশপুর-১ ও ২,ভগবানপুর-১ ও ২,চন্ডীপুর,ময়না,পাঁশকুড়া,কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ এলাকা সহ এগরা-১ ও এগরা-২, কাঁথি-৩ ও রামনগর-১ ব্লকের কিছু এলাকা নদীর জল,অতিবৃষ্টি ও চোখেরজলে এখনও নিমজ্জিত।গত কয়েকদিন ধরে গুলাব ও নিম্নচাপের অতিবৃষ্টি তে ঐসব বন্যাকবলিত এলাকার পরিস্থিতির অবনতি ঘটেছে। সেই সাথে দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, খেজুরী-১ ও ২,রামনগর-১ ও ২,এগরা-১ ও ২ ব্লক সহ কাঁথি ও এগরা পৌরসভার নীচু এলাকা নিম্নচাপজনিত অতিবৃষ্টির জলে নতুন করে ডুবতে বসেছে।সব ব্লকেই রাস্তাঘাট,চাষবাস, ফুল-ফল, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মাছের চাষ, পুকুর-ভেড়ী সবই জলমগ্ন।ত্রাণ শিবিরে ঠাঁই নাই রব।কাঁথি ও এগরা মহকুমা হাসপাতাল সহ অধিকাংশ প্রাথমিক ও উপস্বাস্হ্য কেন্দ্র সমূহে জল দাঁড়িয়ে থাকায় চিকিৎসা পরিষেবা বিঘ্নিত। জলদূষণ চরম অাকার ধারন করেছে,পানীয়জলের সঙ্কট চরমে। শুকনো ও রান্নাকরা খাবারের জন্য মানুষের হাপিত্যেশ। সব স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিলের সামগ্রী বিতরণের সুযোগ নেই।সব রেশন দোকান থেকে খাদ্য সাথী প্রকল্পের চাল-গম নেওয়ার মত পরিবেশ নেই। সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। মুখ্যমন্ত্রীর ঘোষিত দুয়ারে রেশন প্রকল্প ও স্কুলে স্কুলে মিড-ডে মিল প্রকল্পের সামগ্রী পৌঁছে দেওয়ার অাবেদন জানিয়ে জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সেই সাথে কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলা কে বন্যাকবলিত এলাকা ঘোষণা করা সহ পর্যাপ্ত ত্রিপল,পানীয়জল, শুকনো ও রান্নাকরা খাবার, প্রাথমিক চিকিৎসা পরিষেবা, দূষণ রোধের সামগ্রী, গৃহ মেরামতি ও নির্মাণের টাকা বরাদ্দের দাবী জানিয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *