গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।বুধবার মহালয়ার শুভ দিনে ইটাবেডিযা গ্রাম পঞ্চায়েতের রসিকনগর, গাজীপুর, দুবাই, মৌজাগুলির বন্যাকবলিত এলাকার ৩০০ পরিবারের প্রত্যেকের হাতে শুকনো খাবার বিতরন হয়। এগরা আমরা ক’জনের উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গত মানুষের কাছে থাকার নবম তম উদ্যোগ।মানুষের সাহায্য নিয়ে বিপন্ন মানুষের কাছে যাওয়ার আন্তরিক প্রচেষ্টা। সংস্থার অন‍্যতম কর্মকর্তা প্রাক্তন প্রধান শিক্ষক ড:কালিপদ প্রধান সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে জানান- স্বচক্ষে প্রত্যক্ষ করলাম বিপদাপন্ন মানুষের অবরননীয দুর্দশা, সরকারী সাহায্য একপ্রকার নাই বললেই চলে। বেসরকারি উদ্যোগ প্রশংসনীয়, গণমাধ্যম একদম নির্বিকার, চারিদিকে শুধু জল আর জল। আমাদের ত্রাণ ৪-৫দিন অনায়াসে এক একটি পরিবার স্বচ্ছন্দে খেতে পারবে। তোষামোদি ছেড়ে সংশ্লিষ্ট সকলে উদ্যোগী হলে পরিকল্পনা করে এগোলে সমস্যার খানিকটা সমাধান হতে পারে। অন‍্যান‍্যদের মধ্যে ছিলেন স্বাস্থ্যকর্মী মিঠু সিং, বিজ্ঞান শিক্ষক অনুভব বেরা, শেখ রাজু প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *