গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কা:পূর্ব মেদিনীপুর।পবিত্র মহালয়ায় এগরা পৌর শহরের দীঘা মোড়ে কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সমবায়ী রাজনীতিক, সমাজসেবী সোহনজ‍্যোতি মাইতি স্মৃতি মঞ্চসহ আবক্ষ মূর্তি ও বিদ্যাসাগরের আবক্ষমূর্তি প্রতিষ্ঠা হয় আজ বুধবার। ফিতা কেটে বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চ সোহনজ‍্যোতি মাইতি স্মৃতি মঞ্চের উদ্বোধন করেন বিধায়ক শিক্ষাবিদ তরুন কুমার মাইতি। ফিতা কেটে বিদ্যাসাগরের মূর্তির আবরন উন্মোচন করেন বৈতা মহেন্দ্রনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক কনক কান্তি কর, সোহনজ‍্যোতি মাইতির আবক্ষ মূর্তির আবরন উন্মোচন করেন প্রাক্তন পৌর প্রধান শঙ্কর বেরা ।মঙ্গলদীপ জ্বেলে উদ্বোধন পর্বের সূচনা করেন বিধায়ক। বরনপর্ব শেষে স্বাগত ভাষণে অনুষ্ঠানের আয়োজক মাইতি পরিবারের পক্ষে সোহনজ‍্যোতি মাইতির সহধর্মিনী প্রাক্তন উপ-পৌর প্রধান পারুল মাইতি বলেন- পিতা কৃষ্ণপ্রসাদ মাইতির নামিত বিদ‍্যালয়ের এই জায়গাটি বিদ‍্যালয়কে দান করে নিজে বিদ্যালয় স্থাপন করেন সোহনজ‍্যোতি বাবু,পরবর্তী কালে জেলা বিদ‍্যালয় সংসদকে হস্তান্তর,বিদ‍্যালয়ের শ্রীবৃদ্ধিতে কন্টাই কোঅপারেটিভ ব‍্যাঙ্কের সহযোগিতায় প্রাচীর নির্মাণ, সহ তার জীবনের বর্ণোজ্জ্বল দিনগুলি তুলে ধরে বিদ্যালয় ক্যাম্পাসে অন্যান্য মনীষীদের মত যাতে ভূমিদাতা- প্রতিষ্ঠাতার আবক্ষ মূর্তি মর্যাদা পায় সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় পৌরোহিত্য করেন প্রাক্তন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা:অনিল মিশ্র। উদ্বোধক বিধায়ক তরুণ মাইতি তার বক্তব্যে রাজনীতিক সমাজসেবী গণসংগঠকের বর্ণময় কর্মজীবন তুলে ধরে স্মৃতি চারণা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর বেরা, প্রাক্তন দুই লায়ন্স প্রেসিডেন্ট সত্যেন প্রধান ও সত্যব্রত দীক্ষিত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধবচন্দ্র পয়ড়‍্যা, জয়ন্ত সাউ, সরকারি আইনজীবী ভাতুষ্পুত্র দেবজ‍্যোতি মাইতি প্রমুখ। বিদ্যালয়ের পক্ষে শিক্ষক শিক্ষিকাগণ মঞ্চ ও মূর্তি দাতা পারুল মাইতিকে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্বর্ধিত করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ডা: শুভাশীষ মাইতি। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পরিবারের পক্ষে তার ভাতুষ্পুত্র প্রাক্তন উপ পৌরপ্রধান বিশ্বজিৎ মাইতি

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *