গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। প্রয়াত শিক্ষক অভিনেতা, সংগঠক ও সমাজসেবী রামনারায়ন নন্দ গোস্বামী(৭৮)। মঙ্গলবার সকাল ৮.২ তে পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতে নিজের বাসভবন প্রতাপদীঘিতে বার্ধক্যজনিত রোগ ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। নাট্যজগতের এক প্রবাদপ্রতিম পেশাদারি অভিনেতা এলাকার এমএচার যাত্রা অভিনেতাদের ডিরেশন মাষ্টার হিসেবে সমধিক পরিচিত ছিলেন। ব্যক্তিজীবনে তিনি রামকৃষ্ণ অনুরগী ছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলার পোরলদা অন্নপূর্ণা বাণী মন্দিরের ভাষা শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন ২০০৪ সালে। অবসরের পর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এমএচার যাত্রাপালার ডিরেকশান মাস্টার হিসেবে আরও বেশিকরে নিজেকে যুক্ত করেন। সংস্কৃত প্রেমী এই
নাট্যব্যক্তিত্ব এগরা মহাকুমা বইমেলার জন্মলগ্নের সদস্য, এলাকার সেরা অভিনেতা হিসেবে ২০১৩ তে তাকে সম্মান জ্ঞাপন করে এগরা মহকুমা বইমেলা কতৃপক্ষ। তিনি প্রতাপদীঘি হাট ও বাজারের মালিক পক্ষও, প্রতাপদীঘি রামকৃষ্ণ সারদা শিক্ষানিকেতনের আজীবন এই সদস্য শিক্ষা বিস্তারে বিদ্যালয়ের পাশে থেকে সহযোগিতা করেছেন। প্রতাপদীঘি চারুচন্দ্র সমবায় সমিতির প্রাক্তন এই সভাপতি কে ২০১৭সালে শতবর্ষ উৎযাপন কমিটি সম্বর্ধনা জ্ঞাপন করে। তাঁর অভিনীত “নাচমহল” “ঝাঁকামুটে” “পাগলাগারদ” প্রভৃতি শতাধিক বইতে তার অভিনয় আজও দর্শক মনেরেখাপাত করে। আজ সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, দুই পুত্র- পুত্রবধু, দুই মেয়ে জামাতা ও অসংখ্য গুণমুগ্ধ নাট্যপ্রেমী ও শুভানুধ্যায়ীদে। এগরা মহকুমা বইমেলার সভাপতি বীরকুমার শী ও সম্পাদক গৌরীশংকর মহাপাত্র তার মৃত্যুতে শোক জ্ঞাপন ও সন্তপ্ত পরিবারকে মমবেদনা জানিয়ে বলেন মেলা এক বিশাল অভিনেতাকে হারালো। প্রাক্তন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও প্রতাপদীঘি বিদ্যাসাগর মেলা কমিটির সভাপতি ডা: সুধাময় মহান্তি জানান এলাকা এক বিশাল নাট্যব্যক্তিত্বকে হারালো। মেলা কমিটির সম্পাদক গোলোকেশ নন্দগোস্বামী জানান প্রয়াত হরেকৃষ্ণ সাউ এর মৃত্যুরপর বিদ্যাসাগর মেলা কমিটির সাংস্কৃতিক বিভাগের সভাপতির দায়িত্ব তিনি দক্ষতার সঙ্গে পালন করেছেন। সকলেই তার রামকৃষ্ণলোক প্রাপ্তিতে শ্রদ্ধা জানিয়ে সন্তপ্ত পরিবারবর্গের সমবেদনা জানান।