গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। না ফেরার দেশে পাড়ি দিলেন যাত্রা শিল্পী সুনীল কর (৬৫)।বৃহস্পতিবার বেলা১২-৩০ এ নিজের বাসভবন পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের সারদাবাড় গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করে কাঙ্ক্ষিত লোকে পাড়ি দেন। এলাকার প্রতিষ্ঠিত সৌখিন যাত্রাদলের দীর্ঘদিনের ডাইরেক্টর। ছাত্রজীবনে পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষা সদনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে “বিনয়-বাদল-দীনেশ” নাটকে অত্যাচারী ইংরেজ টৈগার্ট সাহেবের ভূমিকায় অভিনয় করে যাত্রাশিল্পে তার অনুপ্রবেশ। এরপর “ধন্যি মেয়ে”, “তেরোশো পঞ্চাশ”, “অচল পয়সা”, “বেগম আসমান তারা”, প্রেয়সী আনারকলি’, প্রভৃতি বইতে খলনায়কের ভূমিকায় তখন কার দিনে যারা তার অভিনয় দেখেছেন তারা জানেন কি ভয়ানক দুর্ধর্ষ ও রোমহর্ষক অভিনয় করতেন। শতাধিক সামাজিক বইতে তার অভিনয় ঐতিহাসিক বইর চেয়ে জনপ্রিয়তার দিয়েছে। চিৎপুর যাত্রা পাড়ায় দীপঙ্কর দে, দোলোন রায়দের সঙ্গে কয়েকটি বইতে মেদিনীপুরের এই যাত্রা শিল্পী অভিনয় করেছেন। প্রয়াত যাত্রা শিল্পী মনোরঞ্জন দাস এর অনুগামী সুনীল কুমার যাত্রা পাড়ায় সুনীল সুন্দর নামে অধিক পরিচিত। দীর্ঘদিন লিভার ক্যান্সারে ভুগছিলেন আজ সকলকে কাঁদিয়ে কাঙ্ক্ষিত লোকে পাড়ি দেন। বিকালে বারচৌকা বেসিন সংলগ্ন গ্রাম্য শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বহু গুণমুগ্ধ তার শেষ যাত্রায় অংশ নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। মৃত্যু কালে তিনি রেখে গেলেন স্ত্রী দুই পুত্র- পুত্রবধূ, নাতি নাতনি ও অসংখ্য গুনমুগ্ধ যাত্রা প্রেমী।