
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্রধান শিক্ষক ড. নিরঞ্জন মান্না’ এই বছরে মাধ্যমিক -উচ্চমাধ্যমিক উর্ত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুষ্পস্তবক, মিষ্টি এবং কলম দিয়ে সংবর্ধিত করেন। সংবর্ধনা সভায় ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ৪০জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। কাউন্সিলর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি আনন্দময় দাস ,জয়ন্ত দাস, শান্তি স্বরুপ জানা, দেবাশিস পড়িয়ারি, সুকান্ত মাইতি, দুর্গা চরণ দাস, মধুমিতা পাল, মিনতি দাস ,দীপঙ্কর মাইতি,সঞ্জয় মাইতি, বিজয় দাস প্রমুখ। ওয়ার্ডবাসি কাউন্সিলরের এমন উদ্যোগের প্রশংসা করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ওয়ার্ড কমিটির পক্ষে আনন্দময় দাস।