গৌরীশংঙ্কর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক সংবাদপত্র বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকার উদ্যোগে রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দির চত্বরে অবস্থিত গীতাঞ্জলি মুকমঞ্চে অনুষ্ঠিত হলো ৩৫ তম মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলার কৃতি শতাধিক ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া,সমাজসেবা,শিশিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হলেন লোকসংস্কৃতি গবেষক ড.মধুপ দে, বর্ষীয়ান সঙ্গীত শিল্পী আশিষ সরকার, বর্ষীয়ান যাত্রাশিল্পী বিনয় গোস্বামী, প্রাক্তন ফুটবলার প্রীতি ঘোষাল, বর্ষীয়ান বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মুজিবুর রহমান, উদীয়মান ম্যাজিশিয়ান অদিতি ভাজ, বিষ্ময় বালক সৌর্যাভ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অনয় মাইতি প্রমুখকে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বর্ষীয়ান সঙ্গীত শিল্পী ভারতী বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া,স্বাস্থ্যকর্তা ডাঃ সৌম্যশংকর সারেঙ্গী,অধ্যক্ষ ড.সত্যব্রত দোলাই,পুস্তকপ্রেমী সুজিত চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষাব্রতী অসিত দত্ত,বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী,সমাজসেবী শ্যামল দাস, প্রাক্তন ফুটবলার রামানন্দ মুখার্জি,সি এ সুচন্দন বসু,ক্রীড়া ব্যাক্তিত্ব সুধাময় সরকার,বাচিক শিল্পী রত্না দে , নরোত্তম দে, বিশিষ্ট শিক্ষিকা সুতপা বসু, গবেষক অমিত সাহু,সন্তু জানা,শিক্ষাব্রতী প্রতাপ চ্যাটার্জী,ক্রীড়াব্যক্তিত্ব বাবলু দিগার, সমাজসেবী অনুপম নায়েক,রীতা বেরা,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, দীপেশ দে প্রমুখ। উদ্বোধনী সঙ্গীতে আলোকবরণ মাইতি।সরস্বতী বন্দনায় টাইমস্ পরিবারের কচিকাঁচারা। আঞ্চলিক কবিতায় রত্না দে, সঞ্চালনায় শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র, সভাপতিত্ব করেন সঙ্গীতশিল্পী ভারতী বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *