
গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা “স্বপ্ননীড়” সংস্থা আয়োজিত পৌরশহরের একমাত্র মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির ১৮ তম বর্ষের খুঁটি পূজো ও অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন হয় সোমবার। নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর এবং ফিতা কেটে মিনি অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, সঙ্গে এগরা পৌরসভার সংশ্লিষ্ট ১নং ওয়ার্ড কাউন্সিলর সেক সুরজ আলি। ছিলেন সমাজসেবী উত্তম দাস, সংস্থার মুখ্য উপদেষ্টা সুকুমার প্রধান, সম্পাদক তনুজা নন্দ,