গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রকৃত উপভোক্তাদের তরফে তালিকায় নাম না থাকার অভিযোগ উঠেছে।প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনার তালিকায় উপযুক্ত ব্যক্তিদের নাম বাদ পড়ার অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুর-১ ব্লকের গুড়গ্ৰাম পঞ্চায়েতে সোমবার দুপুরে বিক্ষোভ দেখায় গ্ৰামবাসীরা।তাদের দাবি , এলাকার উপযুক্ত ব্যক্তির নাম আবাস প্লাস যোজনার তালিকা থেকে বাদ দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম উল্লেখ্য রয়েছে।অপরদিকে বেঁউদিয়ায় তমলুক সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সন্তু মাইতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তবে পরিস্থিতিনিয়ন্ত্রণে আনতে ভগবানপুর থানার পুলিশ উপস্থিত হয়। গোটা ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনায় এলাকায়। আর এই ঘটনার পর আহত তমলুক সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক সন্তু মাইতি বলেন , কেন্দ্র সরকারের নির্দেশিকাকে অমান্য করে বেঁউদিয়া অঞ্চলের গ্ৰাম সভা হচ্ছে বিকেলে।নির্দেশিকা মেনে তেমন মাইক প্রচার নেই এলাকায়।আর এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তার উপর হামলা চালানো হয় ।

তবে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোন ভাবেই জড়িত হয় বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্ব পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ব্রত চন্দ্র ।তিনি বলেন মাইক প্রচার, ফেসবুক , পঞ্চায়েতের রিলেটেড গ্রুপ গুলি, স্বসহায়ক দলের গ্ৰুপ গুলি প্রচারে ব‍্যবহার করা হয়েছে। আজ প্রথমের দিকে সন্তু বাবুরা জনা ১৫ এসে মিটিং বানচালের চেষ্টা করলে উপস্থিত স্থানীয়দের প্রতিবাদে তিনি সভা ছেড়ে চলে যান, পরবর্তীকালে এসে সভা পরিচালনায় সহযোগিতা করেছেন। প্রচার না হলে উনাদের এতজন জানলেন কিভাবে? সুতরাং সন্তু বাবুর অভিযোগ ভিত্তিহীন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *