গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা- ১এর জেড়থান ১নং প্রাথমিক বিদ্যালয়ের নেতাজী স্মরণ,সংহতি তোরণ উদ্বোধন ,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য সম্মেলন সহ দুই দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় মঙ্গলবার । শেষ দিনে সাহিত্য সম্মেলন হয়। সম্মলনের উদ্বোধন করেন সাহিত্যিক বীরকুমার শী এবং সভাপতিত্ব করেন কুলটিকরি হাই স্কুলের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ সাহু। ঐ সম্মলনে পাঁচজন সাহিত্যিককে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। এঁরা হলেন বীরেন্দ্রনাথ সাহু, বীরকুমার শী, খগেন জানা এবং কবি ও গীতিকার ও সাঁকরাইল সাহিত্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার মাইতি। স্বাগত ভাষণ ও ধন্যবাদ জ্ঞাপন করেন যথাক্রমে বিনয় কৃষ্ণ জানা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমেরেন্দ্রনাথ সাহু। অনুষ্ঠানে দুটি বইও প্রকাশিত হয়।
প্রসঙ্গত সোমবার সকালে এন. সি, সি সহযোগে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী এব্ং বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা গ্রাম পরিক্রমা শেষে বিদ্যালয়ে নেতাজীকে শ্রদ্ধা জানায়।বিদ্যালয়ে সংহতি তোরণের উদ্বোধন করেন এগরা- ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ। তোরণের দাতা আয়ুব খান। বিকেলে সংহতি মঞ্চে শিক্ষক অভিভাবক সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনায় মুখ্য বক্তা তেঁতুলিয়া ষড়রং হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বীরকুমার শী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংহতি মঞ্চের দাতা অশ্বিনী করণ, প্রাক্তন শিক্ষক রামচন্দ্র বেরা, পঞ্চায়েত সমিতির সদস্য অতুল কৃষ্ণ দাস, এস. আই অফিসের প্রতিনিধি প্রদীপ মাইতি, শুভানুধ্যায়ী বিনয় কৃষ্ণ জানা প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি সঙ্গীতা বেরা। আলোচনা ও পুরস্কার বিতরণের পর ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দুদিনের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।