গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।বরাবরই প্রজাতন্ত্র দিবসে দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ ও কেন্দ্র বাহিনীতে কর্মরতদের স্ব স্বক্ষেত্রে বিশেষ অবদানে কৃতিত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ মেডেল প্রদান করে থাকেন। এবারও ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গের ২২ জন পুলিশ আধিকারিকে সম্মানিত করা হল। সম্মানিতের ঘোষণায় কলকাতা পুলিশের ৭ জন ও বেঙ্গল পুলিশের ১৫ জন কৃতি রয়েছেন । কলকাতা পুলিশের ৯০ টি থানার মধ্যে যে সাতজনকে বাছা হয়েছে তার মধ্যে এসি-১, ডিসি-১, ওসি-২,এ এস আই-১ ও কনস্টেবল-৪জন। ৯০ টি থানার মধ্যে রয়েছেন কড়েয়া থানার ওসি স্বরূপকান্তি পাহাড়ী। স্বরূপের বাড়ি পূর্ব

               মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর গ্রামে। গ্ৰামের পরোপকারী, নিরহংকারী, মিশুকে সদাহাস‍্যময় সুদর্শনএই কৃতিসন্তানের সাফল্যের খবরে গর্বিত গ্ৰামবাসীর সঙ্গে সরস্বতীপুর প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকা। আজ বিদ‍্যালয়ে সদ‍্য প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র
    চলমান দূরভাষে স্বরপকে শুভেচ্ছা জানিয়ে তার আরও উচ্চ সাফল্য কামনা করেন। বর্তমান বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে এলাকার কয়েক জনের সঙ্গে তার সহযোগিতার কথা উপস্থিত সকলকে অবগত করিয়ে প্রাক্তন প্রধান শিক্ষক বলেন এই বিদ্যালয় সরাসরি আমার ছাত্র না হলেও প্রথম থেকেই আমাকে তার শিক্ষকের মর্যাদা দিয়ে এসেছেন। ৭৪তম প্রজাতন্ত্র দিবসে পুলিশ কমিশনার বিনীত গোয়েল আজ দেশপ্রাণ ব্লকের এই কৃতি সন্তানের হাতে সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন। পরবর্তী দিনে রাষ্ট্রপতির প্রেরিত মেডেল রাজ্যপাল প্রাপকদের তুলে দেবেন বলে জানান হয়। সাধারণ পরিবারের স্বরূপ তিন ভাইয়ের মধ্যম। বাবা নশতিপর(৯৪) তুষার কান্তি পাহাড়ি রামনগরের এক বিখ‍্যাত উচ্চতর মাধ্যমিকের প্রাক্তন প্রধান শিক্ষক। দাদা অরূপ কান্তি এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য।   
      আজ ঘোষণা মত যাদের মানপত্র তুলে দেওয়া হয় তাদের মধ্যে আইজি সুনীল কুমার চৌধুরী, কলকাতা পুলিশের ডিসি ষষ্ঠ ব্যাটেলিয়ানের উজ্জ্বল হাজরা, সহকারী কমিশনার ধীরেন্দ্র সিংহ, রাজ্য পুলিশের ডিএসপি শঙ্করপ্রসাদ ঘড়াই, ইন্সপেক্টর সমাপ্তি বন্দোপাধ্যায়, নীলমণি নন্দী প্রমুখ কয়েকজন আধিকারিক।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *