গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা-২এর পানিপারুল পঞ্চায়েতের “কুলটিকরী ভাই ভাই সংঘ”এর পরিচালনায় ২২তম বর্ষের সরস্বতী বন্দনা ও মিলন উৎসব উপলক্ষ্যে ৭ দিনের মেলার দ্বিতীয় দিন শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, ব্লাডগ্রুপ পরীক্ষা এবং অঙ্কন প্রতিযোগিতা ও গরীব দু:স্থদের খাদ্য বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন
করেন পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান এবং উপস্থিত ছিলেন ছত্রী পঞ্চায়েত প্রধান আশীষ প্রধান, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান অশোক দাস এবং বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী বিমল জানা,সত্য দাস,প্রদীপ দাস ছিলেন লায়ন্স ক্লাব কর্তৃপক্ষ,চৈতন্য পুরের ডাক্তারসহ মেডিকেল টিম ও ক্লাবের সদস্য সদস্যাগণ। চক্ষু পরীক্ষা করা হয় ১৭২ জনের ব্লাডগ্রুপ পরীক্ষা করা হয় ২০৩ জনের এবং দুস্থদের খাদ্য তুলে দেওয়া হয় ১০০ জনের হাতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেশপ্রাণ কুইজ ওয়েলফেয়ার পরিচালিত দিদি নাম্বার ওয়ানে অংশ নেয় এলাকার ১৪৮ জন।