গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ভাজাচাউলী পঞ্চায়েতের ধানঘরা জ্ঞানেন্দ্র বিদ্যাপীঠে শুক্র ও শনিবার দু’দিন ব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী ,সংস্কৃত অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতাগণের আবক্ষ মূর্তির আবরণ

    উন্মোচন হয়। শুক্রবার সান্ধ্যকালীন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালীন বিশিষ্ট বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ প্রয়াত জ্ঞানেন্দ্রনাথ নন্দ (কাখুরিয়া), জ্যোতির্ময় নন্দ (মুগবেড়িয়া), পীতাম্বর মাইতি (ইচ্ছাগেড়িয়া), ফণিভূষণ জানা( শিখরপাত্র বাড়)এর অবক্ষয় মূর্তির আবরণ উন্মোচন হয়। উক্ত সভায় পৌরোহিত‍্য করেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি প্রধান শিক্ষক হিমাংশুশেখর মন্ডল। মূর্তিগুলির আবরণ উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন সম্পাদক জেলা পরিষদ সদস্য নন্দদুলাল মাইতি। মহতি পর্বে উপস্থিত কাঁথি- ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ভাজা চাউলী পঞ্চায়েত প্রধান স্বপন বাগ, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্যগণ, এলাকার শুভানুধ্যায়ী,বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পরিচালন কমিটির সদস্যবৃন্দ। উক্ত বিদ‍্যোৎসাহীদের সংক্ষিপ্ত
      জীবনী পুস্তিকা কারে প্রকাশিত হয়।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সৈকত পয়ড়‍্যা, স্বাগত ভাষণে বিদ্যালয়ের কৃতি প্রধান শিক্ষক অমলেন্দু হাজরা বিদ্যালয়ের গৌরব ইতিহাস তুলে ধরে শ্রীবৃদ্ধিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। অতিথিগণ তাদের বক্তব্যে বিদ্যালয়ের পাশে থেকে ক্ষমতার সীমাবদ্ধতায় সর্বতো সহযোগিতার আশ্বাস দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বুদ্ধদেব মাইতি। দুদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আজ শনিবার সান্ধ্যকালীন অনুষ্ঠানের মধ্য দিয়ে।।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *