গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।। কাঁথি-১এর রাইপুর পশ্চিমবাড় পঞ্চায়েতের টেঙ্গুনিয়া প্রগতি সংঘের ব্যবস্থাপনায় সার্বজনীন সরস্বতী পূজা ,সম্প্রীতি উৎসবে রক্তদান ও পুরষ্কার বিতরণীর আজ তৃতীয় দিন শনিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেক আব্দুর সাত্তার,উপপ্রধান পরিমল দাস,বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক ইমরান আলি খাঁন,ক্লাব সভাপতি অজিত কুমার প্রধান প্রমুখ।মোট রক্তদাতা ১০ মহিলাসহ ৫০জন এদের মধ্যে -১ প্রতিবন্ধীও রক্তদান করেন।।
২৬ শে জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন পূজার্চনা ও অঞ্জলি প্রদান সন্ধ্যায় দাদাগিরি দাদাগিরি কুইজ খুঁজে নিতে কে হবে তুমি অনুপম প্রতিযোগিতা আরতি প্রসাদ বিতরণ অঙ্কন প্রদর্শনী এবং উত্তম কাপের ম্যাচ ফিচার ও ছোটদের চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান শেষ হয় শুক্রবার দ্বিতীয় দিনে প্রতিমা নিরঞ্জন ও সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা গুলি হয়।অনুষ্ঠানের সঞ্চালক ক্লাব সম্পাদক বুদ্ধদেব দাস জানান ৫দিনের এই উৎসব অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে রবিবার বার্ষিক পত্রিকা আঁচল প্রকাশনা, একদিনের ফুল হেন্ড ক্রিকেট প্রতিযোগিতা, প্রতিবন্ধী ভাইবোন এদের সহযোগিতা দান, গুণীজন সংবর্ধনা প্রীতিভোজ ও পুরস্কার বিতরণী ও সোমবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে।