প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা প্রেসক্লাব ও নোডাল এগরা-২পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ১০ ম বর্ষ এগরা মহকুমা বইমেলার দ্বিতীয় দিন ছিল সোমবার। শাসক বিরোধী রাজনৈতিক ব্যাক্তিতের মেলায় আগমন ঘিরে শহর জুড়ে অশ্বস্তি ছিল দিনভর। সাংবাদিক সংগঠনের সহযোগিতায় এই মেলায় সম্পাদক ও কার্যকরী সভাপতি সংকীর্ণতার বাতাবরণ কাটিয়ে সকলের মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ছিলেন। কবি অমর মাইতি স্মৃতি সংস্কৃতিক মঞ্চে বৈকালিক আলোচনা সভার দ্বিতীয় পর্বে এ দিন’নাগরিকদের অধিকার ও কর্তব্য” শীর্ষক আলোচনায় বইমেলার প্রাসঙ্গিকতা টেনে নাগরিকদের বইমেলা নিয়ে চিন্তাভাবনা, মেলাকে এগিয়ে নিয়ে যেতে করণীয়,মেলাকে কেন্দ্র করে মহকুমা জুড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো বিস্তৃত করা সহ প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখতে সাংবাদিক সংগঠনের এম উদ্যোগের প্রশংসা করেন। এ বিষয়ে আয়োজকদের পাশে থাকার আশ্বাস দেন। স্বভাব সিদ্ব ছোট ছোট গল্পের অবতারণা করে সরস বক্তব্যে দর্শকদের কাছে ডিজিট্যালাইজেশনের যুগেও বইয়ের অমলিন অবদান তুলে ধরেন। এদিন মেলামুখিদের বক্তব্য তারা আজ
আর এক দীলিপ ঘোষকে দেখলেন ।সভায় অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক সুদান পন্ডিত, সাহিত্য সেবী অশ্বিনী কুমার জানা প্রমূখ। এই পর্বে সভাপতিত্ব করেন মেলা কমিটির সদস্য সাংসদ প্রতিনিধি সুকুমার রায়। ছিলেন অমল রঞ্জন রায়, এগরা পৌরসভার বিরোধী দলনেতা অম্বিকেশ দাস, কাউন্সিলর দেবব্রত করন প্রমুখ কাউন্সিলারগণ। ছিলেন প্রথম পর্বের “জীবাণু অবিয়োজক দ্রব্য বর্জনের কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনার মুখ্য আলোচক প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা, মেলার কার্যকরী সভাপতি বীরকুমার শী, প্রথম পর্বের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর বসু প্রমুখ।সাংসদের হাতে স্মারক তুলে দিয়ে মেলা কমিটির পক্ষে সম্মাননা জ্ঞাপন করেন সম্পাদক ও সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র ।সঞ্চালনায় সহ-সম্পাদক সত্যব্রত সাউ। কবিতা প্রধান পরিচালিত স্বপ্নণীড় সংস্থা তাদের সান্ধ্য কালীন মঞ্চ সফল সাংস্কৃতিক দক্ষতা উপস্থাপন করে। শেষে সকলকে ধন্যবাদ জানান মেলা কমিটির যুগ্ম সহ সম্পাদক নবকান্ত জানা।