গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের বেলাবরুনি সমবায় কৃষি উন্নয়ন সমিতির একটি নতুন শাখা উদ্বোধন হয ৪ মার্চ শনিবার। ফিতা কেটে মঙ্গল দীপজ্বেলে শাখা উদ্বোধন করেন জেলা সমবায় ইউনিয়ন তথা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের কৃতি চেয়ারম্যান প্রদীপ পাত্র। কথাটা দোলন করেন অসতিপর বর্ষীয়ান নাগরিক ঝাঁটিওয়ালা জ্যোতি, ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সমিতির দুই বারের সভাপতি সন্তোষ চন্দ, পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ গৌরকিশোর দে, তনুয়া পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জিত বিড়িং, সমবায় ইউনিয়নের পরিদর্শক অনুপ মাইতি
প্রমুখ। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন উড়িষ্যা প্রান্ত ঘেষা এই সমবায় সমিতি গত ৫ বছর যেভাবে উন্নতি করেছে তা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। পুরুনিয়ায় বেলাবরুনি সমিতির প্রধান কার্যালয় থাকায় বেলাবরুনি গ্ৰামে এই শাখা উদ্বোধনের প্রাসঙ্গিকতা উল্লেখ করে এর পরিকাঠামো উন্নয়নে ব্যাঙ্কের পক্ষে ১ (এক) লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। পুরুলিয়া গৌরবময় উপস্থিতিতে ছিলেন দাঁতন বিধানসভার বিরোধী দল বিজেপি প্রার্থী শক্তিপদ নায়েক। তিনি তার বক্তব্যে বলেন একটা সময় এই সমবায় সমিতি পরিত্যক্ত সমবায় সমিতি হিসেবে চিহ্নিত ছিল, আজকে সেই সমবায় সমিতি পরিষেবার গুনে উল্লেখযোগ্য জায়গায় দখল করে নিয়েছে, আর তা সম্ভব হয়েছে প্রদীপবাবুর যোগ্য লোককে সঠিক সময়ে দায়িত্ব দেওয়ায়। তিনি সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির স্থায়ী সভাপতি প্রশান্ত কুমার প্রামাণিক। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় সমিতির কৃতি সম্পাদক উমেশচন্দ্র মাইতি। তিনি তাঁর সঞ্চালনায় কৃতজ্ঞতা স্বীকারে জানান -“আজ আমার জীবনে একটি স্মরণীয় দিন যেখানে দুই বিবদমান রাজনৈতিক দলের দুই মুখকে সমিতির মান উন্নয়নে এক করতে পেরেছি আমি চির কৃতজ্ঞ দুই নেতার কাছে।”উপস্থিত দের জন্য তিনি রাতেএক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথাও ঘোষণা করেন।