প্রকাশ কর: দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।এগরা প্রেসক্লাব ও নোডাল এগরা-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ১০ম বর্ষ এগরা মহকুমা বইমেলায় গুণীজন সংবর্ধনা, আজীবন সদস্য সম্মিলনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সফল সমাপ্তি ঘটে শনিবার। দিনভর মহকুমার বিদ্যালয়ে ভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা অংশ নেয় ছাত্র-ছাত্রীরা, পরিচালনায় দেশপ্রাণ ক্যুইজ ওয়েলফেয়ার সোসাইটি। তিনদিন ধরে চলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিদের পুরস্কার তুলে দেওয়া হয়। কবি অমর কুমার মাইতি স্মৃতি সংস্কৃতিক মঞ্চে বৈকালিক অনুষ্ঠান মঞ্চে তিন গুণীজনকে ব্যাচ মানপত্র ওয়স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়। সম্বর্ধনা দেওয়া হয় নাট্যকার ও অভিনেতা দীপক কুমার নন্দী,
(মানপত্র তুলে দিচ্ছেন আজীবন সদস্য প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক সুকুমার রায়। )পুঁথি বাবুবলে পরিচিত ড: শ্যামল কুমার বেরাকে
(মানপত্র তুলে দিচ্ছেন অধ্যাপক ড: মৃনাল কান্তি দাস।)এবং শিক্ষারত্ন বীরকুমার শী মহোদয় কে।
(মানপত্র তুলে দিচ্ছেন কোষাধ্যক্ষ সমীর কুমার গিরি মহোদয়।) আজীবন সদস্য নশতিপর প্রাক্তন শিক্ষক বাসুদেব উত্থাসিনী, কবি সুরকার হেমন্ত কুমার মাইতি,
(স্মারক দিচ্ছেন সম্পাদক গৌরীশংঙ্কর মহাপাত্র।) অশ্বিনীকুমার করন, কবি মানস মাইতি, প্রাক্তন ব্যাংক আধিকারিক সুকুমার রায়, উচ্ছ্বল কুমার উত্থাসিণী, অধ্যাপক ড: দীপক কুমার বিশাই, অধ্যাপক ড: শান্তনু দোলাই, প্রাক্তন অধ্যক্ষ ড: উৎপল কুমার উত্থাসিনী সহ ৫৫ জন নবীন প্রবীণ আজীবন সদস্যদের সম্মাননা জ্ঞাপন হয়। সর্বাধিক সদস্য সংগ্রহের জন্য সদস্যা কবিতা প্রধানকে সম্মানিত করা হয়।
(স্মারক দিচ্ছেন সম্পাদক গৌরীশংঙ্কর মহাপাত্র। )এদিন মেলা মঞ্চে বলাগেড়িয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান
(স্মারক তুলে দিচ্ছেন কমিটির সহ সভাপতি প্রকাশ রায় চৌধুরী।)ও মেলার জমির দিয়ে সহযোগিতা করায় প্রাক্তন উপ পৌরপ্রধান পারুল মাইতিকে মেলা স্মারক সম্মানে সম্মান্বিত করা হয।।
(স্মারক তুলে দিচ্ছেন সম্পাদক ও কার্যকরী সভাপতি) কেবল শেষ দিনে উপচে পড়া মেলায় বিক্রি ছিল লক্ষাধিক টাকা।সাত দিনের মেলায় সহযোগিতার জন্য পুলিশ প্রশাসন, পঞ্চায়েত ও পৌর প্রশাসন, নোডাল ব্লক এগরা- ২, স্টল দাতা, মহকুমা প্রশাসন, ভূমিদাতা, স্থানীয় কাউন্সিলর সহ মেলা কমিটি ও অধ্যাপক স্বপন কুমার মিশ্র, অশোক জানা, আরতি মাইতি, অঙ্কু সোনা ঘাটা, সমীর কুমার গিরি তপন কুমার মন্ডল সহ সাধারণ সদস্যদের ভূমিকার প্রশংসা করে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সম্পাদক গৌরীশংকর মহাপাত্র।
ভরা মঞ্চে মেলার আত্ম বিশ্লেষণে কমিটির যুগ্ম সহ সম্পাদক নবকান্ত জানা।