গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।
‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে দীঘা বিজ্ঞান কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার এগরা সারদা শশীভূষণ কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপক ড. সুদীপ্ত ঘোড়াই মানুষের আশা-ভরসাস্থল পৃথিবীর পরিবেশকে সুস্থ রাখার উদ্দেশ্যে সচেতনতার বিষয়ে তথ্যসমৃদ্ধ মুখ্য আলোচনা করেন । অপর বক্তা জাতীয় ‘পরিয়াবরণ মিত্র’ পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. প্রীতিরঞ্জন মাইতি জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। দীঘা ডি জে শিক্ষাসদন, দীঘা বিদ্যাভবন, হীরাপুর দশগ্রাম হাইস্কুল, রানীসাই বাণীপীঠ, কাশীপুর জুনিয়র হাইস্কুল, কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদন প্রভৃতি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরিবেশ সচেতনতার বিষয়ে অঙ্কন ও ওপেন ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ফলাফল ঘোষণার পর