গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।

বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে দীঘা বিজ্ঞান কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার এগরা সারদা শশীভূষণ কলেজের প্রাণীবিদ্যার অধ্যাপক ড. সুদীপ্ত ঘোড়াই মানুষের আশা-ভরসাস্থল পৃথিবীর পরিবেশকে সুস্থ রাখার উদ্দেশ্যে সচেতনতার বিষয়ে তথ্যসমৃদ্ধ মুখ্য আলোচনা করেন । অপর বক্তা জাতীয় ‘পরিয়াবরণ মিত্র’ পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. প্রীতিরঞ্জন মাইতি জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। দীঘা ডি জে শিক্ষাসদন, দীঘা বিদ্যাভবন, হীরাপুর দশগ্রাম হাইস্কুল, রানীসাই বাণীপীঠ, কাশীপুর জুনিয়র হাইস্কুল, কিশোরনগর শচীন্দ্র শিক্ষাসদন প্রভৃতি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরিবেশ সচেতনতার বিষয়ে অঙ্কন ও ওপেন ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । ফলাফল ঘোষণার পর

    পুরষ্কার বিতরণ করা হয় । ধন্যবাদ জ্ঞাপন করেন দীঘা বিজ্ঞান কেন্দ্রের প্রকল্প আধিকারিক নিরঞ্জন গুপ্তা । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান কেন্দ্রের শিক্ষা আধিকারিক বিশ্বরূপ দাস ।অনুষ্ঠান শেষে রামনগর-১ জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির পক্ষে সভাপতি ড. প্রীতিরঞ্জন মাইতির নেতৃত্বে স্থানীয় এলাকায় দেশীয় বীজ (খেজুর, তাল, তেঁতুল প্রভৃতি) প্রোথিত করা হয়।অন্যান্য গাছগুলোরও যত্ন নেওয়া হয়। স্হানীয়দের মধ্যে সচেতনতা বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *