গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫জুন সোমবার বামুন্দা শিক্ষাব্রতী সংঘের সদস্যরা এলাকার কিছু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সামনে পরিবেশ দূষণ ও পরিবেশ রক্ষায় মানুষের ভূমিকা নিয়ে আলোচনা করে এবং প্রত্যেকের হাতে একটি করে
চারাগাছ, কলম ও চকোলেট তুলে দেয়। সবাই আগামীর পৃথিবীকে সুস্থ্য ও সুন্দর করার শপথ নেয় । এছাড়া বামুন্দা শিক্ষাব্রতী সংঘের পক্ষে কিছু সুপারি ও বট গাছ লাগানো হয় । সবুজ পৃথিবী ধ্বংস নয় , আমাদের বেঁচে থাকার “কবচ” হলো গাছ। গাছ লাগান, প্রাণ বাঁচান । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মুখ্য উপদেষ্টা কবি শিক্ষক মানস কুমার মাইতি, দীপ্যেন্দু কুমার সামন্ত, সুদীপ্ত কুমার সাহু , ইন্দ্রজিৎ, বরুণ ,উত্তম সাহু, প্রবীর কুমার সাহু প্রমুখ। সকলকে ধন্যবাদ জানান সম্পাদক সৌগত সাহু।