
গৌরীশংঙ্কর মহাপাত্র:দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।পূর্বমেদিনীপুর জেলা ক্যারাটে প্রতিযোগিতায় কাঁথি পৌরসভার১৫নং ওয়ার্ডের শালিনী দেবনাথ স্বর্ণমেডেল ও সেবন্তী দেবনাথ রৌপ্যমেডেল পেয়ে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায়স্থানীয় কাউন্সিলর তনুশ্রী চক্রবর্ত্তী ভট্টাচার্য্য ও ওয়ার্ড কমিটির গোপাল চন্দ্র দাস, কেশব চন্দ্র জানা , সুমিত বেরা বাড়িতে গিয়ে সন্বর্ধনা জ্ঞাপন করেন।কাউন্সিলর শ্রীমতি চক্রবর্তী বলেন আমাদের ওয়ার্ড মেয়ে এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে আরো ভালোভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করুক এই কামনা করি।