
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।
যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট এন্ড প্লেসমেন্ট সেকশনের উদ্বোধন হয় বুধবার। ঐফিতা কেটে প্লেসমেন্ট কক্ষের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ ড: প্রদীপ্ত কুমার মিশ্র। লোকাল হিস্ট্রি কালেকশনের উদ্বোধন করেন আঞ্চলিক ইতিহাস গবেষক বহু গ্রন্থপ্রনেতা সাহিত্যিক মন্মথনাথ দাস। ছিলেন শিক্ষারত্ন বীরকুমার শী। সভায় পৌরোহিত্য করেন বরিষ্ঠ গ্রন্থাগারিক সত্যব্রত সাহু। অধ্যক্ষ মহোদয় এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব ব্যাখ্যা করে কেন্দ্রীয় গ্রন্থাগারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।