গৌরীশংকর মহাপাত্র ও সুদীপ খাঁড়া : দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝারগ্রাম।শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সোমবার।সভায় পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব বিষয়ে বক্তব্য রাখেন ওড়িশার রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. প্রিয়াঙ্কা চক্রবর্তী। সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষা ড সুজাতা তিওয়ারি ও সভা পরিচালনা করেন অধ্যাপক ড.সুশান্ত দে, ছিলেন গনিত বিভাগের অধ্যাপক ড.নির্মল কুমার মন্ডল।প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে জাতীয় সেবা প্রকল্পের ১৯২ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।