গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা ২ এর বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতি পরিচালিত দ্বাদশ বর্ষ রথের মেলা উদ্বোধন হয় মঙ্গলবার। উৎকল রীতি মেনে মন্দির থেকে সোনার ঝাড়ুতে যাত্রাপথ পরিষ্কার করে মাঙ্গলিক রীতি মেনে রথেজগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তোলা হয়।

    হাজার হাজার পুন‍্যার্থীর সঙ্গে রথে রশ্মিতে টান দিয়ে দ্বাদশ বর্ষে রথের চাকা গড়িয়ে মেলার শুভ সূচনা করেন সংস্থা সম্পাদক একালের দানবীর আশীষ ধাওয়া। সঙ্গে সহধর্মিনী তনুশ্রী ধাওয়া, মা আলো ধাওয়া, পুত্র সয়েল ধাওয়া, কমিটির অন্যতম সংগঠক মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান প্রকাশ রায় চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি  কবি অম্বিকের মহাপাত্র, সহ-সভাপতি অহীন্দ্র নারায়ন রায় ,সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, সদস্য শঙ্কনারায়ণ মিশ্র ,তপন সামন্ত ,অধ্যাপক জয়দেব জানা, বিরজাকান্ত প্রধান, সোমনাথ প্রধান, প্র প্রাক্তন উপ-প্রধান ধনঞ্জয়  তপন মন্ডল প্রমূখ । জগন্নাথ বলরাম সুভদ্রার মাঙ্গলিক পর্ব সুসম্পন্ন করেন কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড: দেবীপদ রথ। ব্যান্ড পার্টি, ঢাক, ব্যাঞ্জো, কীর্তন দল ও পুরুলিয়ার ছৌনৃত্য সহযোগে রথ বালিঘাই বাজার, শুটকি বাজার, বাস স্ট্যান্ড,ত্রিকোন পার্ক ঘুরে বিডিও অফিস ও মঞ্জুশ্রী পঞ্চায়েত অফিস ঘুরে বোরোয়ারী তলায় মাসির বাড়িতে চলে আসে। উল্টো রথ পর্যন্ত মাসির গুন্ডিচা বাড়িতে
      দিনযাপন ।
      রাতে বারোয়ারি তলা চৌদ্দ দিনের আকর্ষণীয় সৌখিন যাত্রা প্রতিযোগিতার সূচনা হয়।হরিপুর মা শীতলা যাত্রা সংস্থার অভিনেত্রী ও।ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত সামাজিক যাত্রাপালা “ধান কাটছে নতুন বউ ” মঞ্চস্ত হয়।৫ বিচারক মন্ডলীকে সম্বোর্ধিত করা হয়। সম্পাদক জানান ১৪ দিন ধরে এই প্রতিযোগিতার পাশাপাশি ২৯ জন বৃহস্পতিবার দুটি বিভাগে রথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যহ স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব অবসরপ্রাপ্ত অধ্যাপক, প্রাক্তন সেনাকর্মী ,পত্রিকার সম্পাদক ও সাংবাদিক, আশা কর্মী, গ্রামীণ চিকিৎসক, চিত্রশিল্পী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৯০ ও ৮০ শতাংশ প্রাপক ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজনের সঙ্গে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা সভা রয়েছে।৪ জুলাই
             সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে ১৪ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *