প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে দেশের সমস্ত বিদ্যালয় ও প্রতিষ্ঠানের পাশাপাশি যথাযথ মর্যাদায় ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন হয় মঙ্গলবার।জাতীয় পতাকা

    উত্তোলনের মধ্য দিয়ে বিদ্যালয়ের কর্মসূচির সূচনা করেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র ।ছিলেন বিদ্যালয়ের সহ-শিক্ষক শোভন মাইতি, অমিত জানা, বিশ্বজিৎ আচার্য, সুশান্ত বসু, পূর্ণব্রতী দাস, নীতিশ চন্দ্র পন্ডা, বিদ্যালয়ের যুক্ত গ্রুপের সহায়ক দল দলের মেয়েরা। উদ্বোধক তার বক্তব্যে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট সহ দেশপ্রাণ ব্লক নাম করনের তাৎপর্য ও ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার রঙ্গের ব্যাখ্যা তুলে ধরে ছাত্র-ছাত্রীদেরকে সমৃদ্ধ করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ মাইতি। শেষে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট তিনটি গ্রাম প্রদক্ষিণ করে ও প্রীতিভোজে এ দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *