গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।গুচ্ছ কর্মসূচিতে পটাশপুর-২এর দক্ষিণ খাড় স্টার ক্লাবে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন হয় মঙ্গলবার।পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি শচীন্দ্র আচার্য। ক্লাব প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয়ের ২৫০০ ছাত্র ছাত্রীর হাতে একটি করে গন্ধরাজ ফুলের চারা সহ নাস্তা এবং পানীয় জল তুলে দেওয়া হয় । খাড় বাজার, পূর্ব খাড়, দক্ষিণ খাড়, বৈঁচা, খাড় বস্তি সহ দক্ষিণ খাড় বাসস্ট্যান্ড এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনতা যাত্রা হয়। এলাকার প্রতিটি পরিবারের হাতে ফিনাইল, ব্লিচিং তুলে দেওয়া হয়। এছাড়াও ” গাছ লাগাও প্রাণ বাঁচাও” কর্মসূচিতে ১৫০০ পরিবারের হাতে একটি করে সুপারি গাছের চারা দেওয়া হয়।বিকালে -২৩ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের ” দীপ্তজিৎ মণ্ডল স্মারক সম্মান’ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষারত্ন কমল কুমার পন্ডা, প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ আচার্য, সমাজ কর্মী ও দীপ্তজিৎ মণ্ডল স্মারক সম্মান’-এর পৃষ্ঠপোষক নরনারায়ণ দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য নারায়ণ কামিল্যা, সমাজকর্মী অমলরঞ্জন রায় প্রমুখ। সন্ধ্যায় স্টার কলাকেন্দ্র ও বহিরাগত শিল্পীদের নিয়ে বিচিত্রানুষ্ঠান হয়।ক্লাবের সদস্য

    প্রকাশ জানা জানালেন ” সারাবছর ধরে আমাদের ক্লাব সামাজিক কাজকর্মে যুক্ত থাকে। বিশেষ বিশেষ দিনগুলো আমরা সমাজকাজের মধ্যেই উদযাপন করি।” ক্লাব কর্ণধার আনন্দগোপাল আচার্য জানান ” সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক সদস্য প্রতিটি কর্মসূচি সফলভাবে রূপায়ণ করেন।” এলাকার সাধারণ মানুষের ভালবাসা ও সহযোগিতা আমাদের সমস্ত কর্মসূচিকে সফল করতে উৎসাহিত করে।”

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *