গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।মুগবেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক শতবর্ষে কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে “ACMART,” কোলকাতার পরিচালনায় ৩ দিনের প্রশিক্ষণ দেয় ১১- ১৩ই আগস্ট ব্যাঙ্কের প্রধান কার্যালয় মুগবেড়িয়াতে ।শিবিরের উদ্বোধন করেন ব্যাঙ্কের স্পেশাল অফিসার অমিয় কান্তি হোতা। ACMART এর পক্ষে উপস্থিত ছিলেন অতিথি ফ্যাকাল্টী অশোক চক্রবর্তী, শুভাশিষ গুহ ও এস এন ঘোষ প্রমুখ। ব্যাঙ্কের সমস্ত এ জিএম গণও উক্ত ৩ দিন উপস্থিত থেকে ট্রেনারদের উৎসাহিত করেন। ৩ দিনের আলোচনার বিষয়বস্তু ছিল “ব্যাঙ্কিং ল এন্ড প্র্যাকটিস এন্ড লিগ্যাল এস্পেক্ট অফ রিকভারি “(Banking law and Practice and ligal Aspect of Recovery)। শিবিরে মোট ৩৫ জন আধিকারিক ট্রেনিং নেন।এই প্রথম মুগবেড়িয়া ব্যাঙ্কের উদ্যোগে কোন ব্যাঙ্কে এসে ACMART ট্রেনার বা ফ্যাকাল্টিগণ কলকাতাস্থিত অফিসের পরিবর্তে অন লোকেশান ট্রেনিং ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে সম্পন্ন করলেন।এই উদ্যোগের জন্য মুগবেড়িয়া ব্যাঙ্কের অফিসারগণ নিশ্চিত কৃতিত্বের দাবি রাখতে পারে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *