গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।সম্প্রতি “চন্দ্রযান”-৩ এর সাফল্য যখন সারা বিশ্বের কাছে ভারতকে গর্বিত করেছে তখন বর্তমান প্রজন্মকে বিজ্ঞানমুখী করার জন্য এগরা পাবলিক স্কুলে আয়োজিত হল আন্ত: স্কুল বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা।শনি ও রবিবার দুদিন ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী সংগীত ও প্রদীপ জ্বলনের পর স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের অধ্যক্ষ তপন কুমার কর। পরে বিদ্যালয়ের সহ অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাইতি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিজ্ঞান বিষয়ে উৎসাহ ব্যঞ্জন বক্তৃতা প্রদানে সকলকে সমৃদ্ধ করেন।প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যান্য স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন এগরার বিশিষ্ট বিজ্ঞান সংস্থা “ও সি এস”। দ্বিতীয়দিনে বৈতা মহেন্দ্র নাথ হাই স্কুলের প্রধান শিক্ষক কনক কান্তি করের তত্ত্বাবধানে মহাকাশ পর্যবেক্ষণের উপর বিশেষ সেমিনার আয়োজিত হয়।অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয় কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর কুমার বোস সমাপ্তি ভাষণ শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।