গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভুমি :এগরা কাঁথি প মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পঞ্চায়েতের পর এবার হাইমাদ্রাসা স্কুল পরিচালন কমিটির প্রতিনিধি নির্বাচনে জয় জয় কার ঘাসফুল শিবিরের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা- ১ ব্লকের পাঁচরোল

    পঞ্চায়েতের কসবাগোলা এফ ও বি হাইমাদ্রাসা স্কুলে প্রতিনিধি নির্বাচনের ৬টি আসনে তৃণমূল ৬ এবং জাতীয় কংগ্রেসের ৬’জন প্রতিদ্বন্দ্বিতা করলেও ৬টি আসনেই তৃণমূলের প্রতিনিধিরা বিপুল ভোটে জয়লাভ করে। তবে মোট ভোটার ৯২৮, ভোট পড়ে ৭০৫ টি। তৃণমূলের জয়ীরা হলেন জাফর আলী খান( ৪১৫), শেখ কাশেদ আলী (৩৭৩), সজরুল খান (৩৯৮), হাবিবুর মল্লিক (৩৯৩), হামিদ মল্লিক( ৩৯৮) হাসিনা বিবি (৩২২)। প্রতিপক্ষের সর্বাধিক ভোট পাওয়া তনুজা বিবি(২৯৬) কসবাগোলা হাইমাদ্রাসার ভোটে জয়লাভ করে খুবই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির।ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। তবে এবারের প্রতিনিধিমূলক নির্বাচনে বাম ও বিজেপির তরফে কেউই প্রার্থী দেয়নি।জয়ীদের অভিনন্দন

    জানিয়েছেন এলাকার বিধায়ক কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ কুমার মাইতি, ব্লক মহিলা নেত্রী মানসী দে, পাঁচরোল অঞ্চল সভাপতি অশোক দাস, অঞ্চল সহ-সভাপতি সেক মুক্তাজুল, পঞ্চায়েত সমিতি সদস্য বিদায়ী পরিচালন কমিটির সম্পাদক শেখ আব্দুল গাফফার কাজী, স্থানীয় পঞ্চায়েত প্রধান সংযুক্তা জানা, সদস্য আফসাতুন খাতুন, ময়রাজ খান, শেখ সাইফুর রহমান, শেখ মুস্তাকিম প্রমুখ।নির্বাচন পরিচালনা করেন পটাশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মকসেদ আলী খান। শেষে উপস্থিত সকলকে নির্বাচন শুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সক ধন্যবাদ জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নজরুল আলী খান।বিগত বোর্ডের সভাপতি ও সম্পাদক এবারে প্রতিদ্বন্দ্বিতায় না নেমে কার্যত নতুনকে সুযোগ করে দেয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *