গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।নন্দীগ্রাম- ২ব্লকের আমদাবাদ স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজে শারীরশিক্ষা বিভাগ, জাতীয় সেবা প্রকল্প এবং আই কিউ এ সি( অভ্যন্তরীণ গুণমান নিশ্চিতকরণ সেল)এর উদ্যোগে হকির যাদুকর ধ্যানচাঁদের জন্মদিনে শ্রদ্ধা জানাতে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. রতন কুমার সামন্ত। কলেজ প্রাঙ্গনে চারাগাছ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ড. সামন্ত তাঁর মূল্যবান ভাষণে ক্রীড়া দিবসের ঐতিহ্য এবং জাতীয় হকি ক্রীড়ায় ধ্যানচাঁদের অবদানের কথা তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক সঞ্জয় সামন্ত তথ্যসমৃদ্ধ ভাষণে খেলাধূলার গুরুত্বের উল্লেখ করেন। আই কিউ এ সি এর পক্ষে অধ্যাপক ড. প্রসাদ রঞ্জন চক্রবর্তী এবং জাতীয় সেবা প্রকল্পের পক্ষে অধ্যাপক অপরেশ মণ্ডল তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষাবিজ্ঞান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক যথাক্রমে সঞ্জয় মণ্ডল এবং মোয়াজ্জেম হোসেন মণ্ডল। দুইশতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী উপস্থিতিতে অনুষ্ঠান সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।