গৌরীশংঙ্কর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষা সদনে সারদাবাড় গ্রামের “আমরা ক জন” ও “লায়ন্স 

    ক্লাব অফ এগরা”এর যৌথ উদ্বোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার।।রক্তদাতাদের পুষ্পস্তবক সহ উপহার সামগ্রী দিয়ে সম্মানিত করে উৎসাহিত করেন উদ্বোধন পর্বের অতিথিগণ। ছিলেন জেলা পরিষদ সদ‍স‍্য সমবায়ী গোলোকেশ নন্দ গোস্বামী,পঞ্চায়েত সমিতির সদস‍্য ও গণসংগঠক দূর্গাপদ পাহাড়ী ও মানস রায়, কৃষ্ণেন্দু রায় চৌধরী।মথুরা গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস প্রধান,উপপ্রধান সত‍্যেন পণ্ড,পঞ্চায়েত সদস‍্য নিরুপম পাহাড়ী,সমাজসেবী- গণসংগঠক বরুন গিরি ও কৃষ্ণেন্দু সনবিগ্রহী,মিতালী কুইলা,দীপক দাস প্রমুখ।
      প্রাক্তন সমবায় ব‍্যাঙ্ক আধিকারিক তথা এগরা লায়ন্স প্রেসিডেন্ট আশীষ দাস জানান রক্তের সঙ্কট মিটাতে এই রক্তদান শিবিরের অয়োজন। শিবিরের ২৫ মহিলা মহিলাসহ ১২০ জন রক্তদেন। বিদ‍্যালয় ও আয়োজক ক্লাব সভাপতি মৃনাল কান্তি কর জানান “আমরা ক জন” সংস্থার পক্ষে প্রত‍্যেককে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।রক্তদিয়ে যেমন মানুষ বাঁচবে তেমনি গাছ মানুষের প্রান বাঁচাবে।শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এলাকার ভূমি পুত্র লায়ন্স প্রেসিডেন্ট আশীষ দাস।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *