গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।কাঁথি আয়ূর্বেদ কলেজে “সঞ্জীবন” কাঁথি এর এক সেমিনার অনুষ্ঠিত হয় রবিবার। পৌরহিত‍্য করেন সংস্থা সভাপতি অহিভূষণ পাহাড়ী।মহতী পর্বে অতিথির আসনে কাঁথি কলেজের অর্থনীতির প্রাক্তন অধ্যাপক হিমাংশু মাঝি, কবি ,লেখক, পটাশপুর দর্পণের সম্পাদক সুমথ দাস, প্রাবন্ধিক কবি চিত্রকর হরিশচন্দ্র দাস, গল্পকার শশাঙ্ক শেখর জানা, পরিতোষ পড়িয়ারী প্রমুখ।বিগত দিনের কাজের পর্যালোচনা এবং আগামী দিনের পরকল্পনা উপস্থাপন করেন সম্পাদক প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ দাস। বরিষ্ঠ নাগরিক দের এই সংগঠন আরও বেশি স্কুলের গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের সন্ধান নিয়ে তাদের পাশে দাঁড়ানো অঙ্গীকার করে।বাৎসরিক মগাজিন “অস্তরাগ’ প্রকাশ করেন এগরা কলেজের প্রাক্তন অধ‍্যাপক হৃষীকেশ পড়্যা। ছিলেন পরিতোষ পরিয়ার, চণ্ডী প্রসাদ রথ, মুক্তশ্বর দাশ,বিমল পড়্যা, তাপস বেরা, অলকা জানা, সহ সভাপতি গৌতম মাইতি, রমণী কান্ত পাত্র, ঊষা রানী চক্রবর্তী, কৃষ্ণ পদ পঞ্চাধ্যায়ী, সাধু চরণ দাস প্রমুখ প্রায় ৪০ জন বর্ষীয়ান সদস্য সদস‍্যা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় মৈশালী হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দীপক কুমার মাইতি।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *