গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।ভগবানপুর-১ পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত নির্বাচনের ১০ তম বোর্ড গঠনের শেষ পর্বে কর্মাধ্যক্ষ নির্বাচন হয় বুধবার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, সহ-সভাপতি শিউলি বাগ মির্দাসহ সমস্ত পঞ্চায়েত সমিতির সদস্য, ৮ গ্ৰাম প্রধান, ৩ জেলা পরিষদ সদস্য সদস্যা, পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ বিডিও মোহাম্মদ জাকারিয়া, জয়েন্ট বিডিও প্রমুখ। বিজেপির নির্বাচিতরা অংশগ্রহণ করেন নি।
১. অমল কুমার শেট- জনসাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতি।২. সুকুমার কামিলা- পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতি।
৪. উত্তম কুমার বাঁকুড়া- শিক্ষা সংস্কৃতি, তথ্য ও ক্রিয়া স্থায়ী সমিতি।
৬. সেক্ রাইসউদ্দিন- বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতি
৭. ফিরোজা বিবি- মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ স্থায়ী সমিতি
৯. বিপ্লব কুমার দাস- ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্থায়ী সমিতি