
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পানিপারুল গ্ৰাম পঞ্চায়েতে বুধবার দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। তিনি সরকারের বহুমুখী প্রকল্প গুলির সুবিধা পেতে সাধারণ মানুষের যাতে কোনরূপ অসুবিধা না হয় সে ব্যাপারে নজরদারি করেন।ছিলেন পঞ্চায়েতে প্রধান রঞ্জিতা প্রধান, উপ প্রধান তপন কুমার বেরা, বিদায়ী পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, জয়েন্ট বিডিও সিদ্ধার্থ চক্রবর্তী, এস ই ও প্রসিদ দাসসহ আধিকারিকগণ। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা। স্থানীয় মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া।