গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি; এগরা কাঁথি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রা।।  এগরা-২এর ঐতিহ্যবাহী ব‍্যাতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি আয়োজিত ৯ম বর্ষের কৃষ্ণসাজো প্রতিযোগিতা হয় বুধবার। মন্দির পার্শ্বস্থ সাংস্কৃতিক মঞ্চে শ্রীকৃষ্ণের জন্মদিন স্মরণে কেক

    কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক জ্যোতির্ময় কর। সঙ্গে সেবা সমিতির কর্ণধার একালের দানবীর আশীষ ধাওয়া। অন‍্যানদের মধ্যে ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সীতাংশু জানা, স্থানীয় বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান মণীষা গুছাইৎ ও উপপ্রধান চন্দন শীট, মঞ্জুশ্রী পঞ্চায়েতের প্রধান শংকর সাউ ও উপপ্রধান উ গিরি, জেলা পরিষদ সদস্য প্রদীপ বর ,মঞ্জুশ্রী পঞ্চায়েতেওর বিদায়ী উপ প্রধান প্রকাশ রায় চৌধুরী প্রমুখ।সভাপতিত্ব করেন সেবা সমিতির স্থায়ী সভাপতি কবি অম্বিকেশ মহাপাত্র। ছিলেন কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায় , সহসভাপতি শংকরনারায়ণ মিশ্র, সদস্য তপন কুমার মন্ডল, অধ্যাপক জয়দেব জানা, শিশির কুমার মাইতি, তপন কুমার সামন্ত্, কলিয়ারচক সংস্কৃত কলেজ অধ্যক্ষ
                       ডক্টর দেবীপদ রথপ্রমখ।
      শেষে প্রথমকে ৪০০০, দ্বিতীয়কে ৩ ০০০, তৃতীয়কে ২০০০, চতুর্থকে-১০০০, এবং পঞ্চম স্থানাধিকারীকে ৫ ০০ সহ সকল প্রতিযোগীকে সান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় যুগ্ম প্রথম হয়েছে। প্রতিযোগী ও প্রতিযোগীর সহযোগী সকলকেই নৈশ ভোজে আপ্যায়িত করেন সেবা সণমিতিত্র সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ও বিরোজা প্রধান। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সম্পাদক আশিষ ধাওয়া।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *