
গৌরীশঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি কাঁথি এগরা কাঁথি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।৫ ই সেপ্টেম্বর এগরা উইকেয়ার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন হয় মহান শিক্ষক তথা ভারতের বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে। সারা দেশের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষক দিবস উদযাপনে উদ্যোগী হয এগরা ইউকেয়ার। সংস্থার সভাপতি সোমনাথ কলা ও সম্পাদক প্রিয়াঙ্কা গিরি (মিশ্রের) ব্যবস্থাপনায় হেমন্ত কুমার মাইতি, হরেন্দ্রনাথ মাইতিসহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের প্রায়১০০ শিক্ষক, শিক্ষিকা ও অধ্যাপকদের হাতে গাছের চারা ও পুষ্পস্তবক তুলে দিয়ে সম্বর্ধিত করা হয়।সমস্ত সদস্যগণও শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।