
গৌরীশংঙ্কর মহাপাত্র:দৈনিক আবেশভূমি: এগরাকাঁথি,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।
এগরা-২গঙ্গাধরবাড় গ্রামীণ হাসপাতাল আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পূর্ব মেদিনীপুরের সহযোগিতায় পানিপারুলে “দুয়ারে ডাক্তার শিবির” এ এসো ডাক্তার দেখাই কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলে মঙ্গলদীপ জ্বেলে দুয়ারে ডাক্তার শিবির এর শুভ সূচনা করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। উদ্বোধক তার বক্তব্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অধুনা সংযোজিত উল্লেখযোগ্য গণমোহিনী এই প্রকল্পের কথা তুলে ধরেন।মহতী পর্বে উপস্থিত ছিলেন পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, ব্লক স্বস্থ্য আধিকারিক ডা অনুমিতা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানাজ বেগম,বিদায়ী