
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।নন্দীগ্রাম-২এর স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠা দিবস উদযাপন ও বৃক্ষরোপনের আয়োজন হয়। শনি বার অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালন সমিতির সভাপতি ড. অনিন্দ্য কিশোর ভৌমিক।স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ ড. রতন কুমার সামন্ত ।অনুষ্ঠানের প্রারম্ভে বৈদিক কবি ও পরিচালন সমিতির সদস্য অমৃত রঞ্জন আচার্যের লেখা ‘স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের ইতিহাস’ বইটির দ্বিতীয় সংস্করণের আবরণ উন্মোচন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট ভূতত্ত্ববিদ ড. সুদীপ জানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. সুদীপ জানা, তারাপদ খাটুয়া,অমৃত রঞ্জন আচার্য, প্রাক্তন ছাত্র জ্যোতির্ময় গিরি প্রমুখ। ছিলেন সমাজসেবী ও কলেজের ভূমিদাতা শ্যামাপদ মুলা , ড. দ্বিজাশীষ ভৌমিক, তমলুক ফ্লাওয়ার লাভার্স এসোসিয়েশনের সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ প্রধান অতিথি সচিদানন্দ সামন্ত তাঁর বক্তব্যে বৃক্ষরোপনের গুরুত্বের নানা দিক নিয়ে আলোকপাত করেন এবং ছাত্রছাত্রীদের স্বামীজীর আদর্শ কে পাথেয় করে চরিত্র গঠন ও প্রকৃত মানুষ হওয়ার পরামর্শ দেন। তাঁর নেতৃত্ব ও অর্থিক সহায়তায় শতাধিক বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন হয় কলেজ ক্যাম্পাসে। ময়নার অবসরপ্রাপ্ত আশিরোর্ধ এই শিক্ষকের বর্তমান উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর। প্রায় চল্লিশ বছর ধরে নিজ খরচে পশ্চিমবঙ্গের নানা জায়গায় বৃক্ষরোপন করে চলেছেন । একক ভাবে তিনি প্রায় পাঁচ লক্ষ বৃক্ষরোপণ করেছেন।কলেজের পক্ষে বৃক্ষমিত্র সামন্তকে বিশেষভাবে সম্মানিত করা হয়।অনুষ্ঠান সভাপতি ড. অনিন্দ্য কিশোর ভৌমিক মহাবিদ্যালয়ের ইতিহাস তুলে উপস্থ ছাত্র -ছাত্রীদের সমৃদ্ধ করেন। সঞ্চালনায় অধ্যাপিকা হিয়া চ্যাটার্জী । এদিন স্বেচ্ছায় রক্তদান শিবির স্থগিত রাখা হয় ।