রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার আশীষ ধাওয়ার ৬২ তম জন্মদিনে মেগা রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় শনিবার। রক্ত দাতাদের হাতে গোলাপ তুলে দিয়ে ১০ম বর্ষের মেগা রক্তদান উৎসবের উদ্বোধন করেন ট্রাস্ট সম্পাদক

    একালের দানবীর আশীষ ধাওয়া।সঙ্গে কমিটির সদস্য পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায় চৌধুরী, সংস্থা সভাপতি অম্বিকেশ মহাপাত্র, সহ সভাপতি শঙ্কর নারায়ণ মিশ্র, কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায় প্রমুখ।শুরু থেকে বিভিন্ন সময়ে উপস্থিত হন স্থানীয় বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান মনীষা গুছাই, এগ‍রা দুই ও সমিতির সহ-সভাপতি সীতাংশু জানা, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নন্দদুলাল গিরি, উত্তম কুমার প্রধান, এগরা ও এস জি হাসপাতালের ডাইরেক্টর ডা: বাদল অশ্রু ঘাটা, তপন কুমার মন্ডল, অধ্যাপক জয়দেব জানা ,সোমনাথ
      প্রধান, তপন সামন্ত প্রমুখ।
      মাঙ্গলিক অনুষ্ঠান শেষে দুই মহকুমা জুড়ে ট্রাস্টের অধীন ক্লাস্টারের সদস্য ক্লাব এরেন্দা হরি মন্দির, এরেন্দা হরিপ্রিয়া, দাউদপুর অগ্রণী, দাউদপুর শ্রীমতি সেবা সংঘ, দাউদপুর পল্লী উন্নয়ন সমিতি, হুরকুচিয়া শিলামপুর বালক সংঘ, দক্ষিণ খড় স্টার ক্লাব, মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘ, খড়াই দেশপ্রাণ যুব সংঘ, ভবানীচক মৈত্রী সংঘ গনেশ্বরপুর এভারগ্রীন, আটবাটী নেতাজু সংঘ সহ প্রায় ৫৬ টি ক্লাবের ৩৭৪ জনের নাম নথিভুক্ত হলেও ৩০৭ জনের রক্ত সংগ্রহ করা সম্ভব হয়।

        এদিন মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘ, এগরা প্রেসক্লাব, এগরা মহকুমা বইমেলার কর্মকর্তাদের পক্ষে  সম্পাদক কে সম্মাননা জ্ঞাপন করা হয়। রয়েছেন  সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, সদস্য প্রকাশ রায় তপন মন্ডল প্রমূখ ।বিভিন্ন ক্লাবের পক্ষেও সংস্থা সম্পাদককে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ট্রাস্টের যুগ্ম সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ও বিরোজাকান্ত প্রধান। সন্ধ্যায় জন্মদিনের কেক কাটা হয়, প্রীতিভোজে ক্লাব গুলির কর্মকর্তা ও বাজারের দোকানদার সহ আমন্ত্রিতারা অংশ নিয়ে সকলে সম্পাদকের দীর্ঘায়ু কামনা করেন। সমগ্র মাঙ্গলিক অনুষ্ঠানে ৫ পুরোহিতের অন্যতম ছিলেন কলিয়াচক সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড: দেবী পদ রথ।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *