গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের তিন দিনের ২৪ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয় রুপনারায়নপুরে।তিন থেকে পাঁচ নভেম্বর এই সভায় দীঘ কাঁথি শাখার ১৫জন প্রতিনিধি অংশগ্রহণ করে। রাজ‍্য সম্মেলনে ক়াঁথি দীঘা শাখা থেকে প্রকাশনা সম্পাদক হিসেবে দেবাশীষ মাঝি,শ্রেষ্ঠ কবি হিসেবে এস মহীউদ্দীন এবং শ্রেষ্ঠ শাখা পত্রিকা “বালুবেলা” কে

    পুরস্কৃত করা হয়। এই সম্মেলনে শাখা থেকে ১৫ জনের প্রতিনিধি দলে এই সম্মানিতজনসহ রয়েছেন রীণা দাস,প্রমথেশ মন্ডল,রতন সামন্ত,সৌমেন পন্ডা,নটেন্দ্রনাথ দাস,বিমান বিহারী পয়ড়‍্যা,তাপস কুমার বেরা,শিখা দাস,স্বাগতা নন্দ,চন্দ্রমণি দাস, কবিতা দিন্ডা,ঊষা চক্রবর্তী,শুভেন্দু খাটুয়া। রবিবার ৩ দিনের এই সম্মেলনের সমাপ্তি।রাজ‍্য সম্মেলনে দীঘা ও কাঁথি শাখার এমন জয় জয়কারে শাখাসহ সংশ্লিষ্ট মহলে খুশির জোয়ার।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *