গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।মেদিনীপুর পূর্ব পশ্চিম, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ৫০০ দুস্থ শিশু ও মা দের হাতে নতুন পূজোর জামা কাপড় তুলে দেওয়া হয় শুক্রবার।পূর্ব মেদিনীপুরের পঁচেট,এগরা ,রামনগর, কাঁথি তে পূজোর উপহার ছোট শিশু ও পথ শিশুদের হাতে তুলে দেওয়ার অভিনব উদ্যোগ নেয়।

    শপিং মলে নিয়ে গিয়ে ওদের পছন্দ মতো জামা কিনে দেওয়া হয়।গরীব হওয়ায় শপিং মলে যেতে পারবে না , তাইএই বৈষম্য দূর করে উই কেয়ার ফাউন্ডেশন। কাঁথি ও এগরা মিলে ৪০ জন পথ শিশুদের তাদের নিজেদের পছন্দের জামা কিনে দেওয়া হয়।সংস্থা সভাপতি সুভাষ নন্দ জানায় আমরা মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে চার জেলার শবর উপজাতি শিশু দের চিহ্নিত করি ওদের আহারের ব্যবস্থা করি। উজ্জয়িনী ব্যানার্জী জানান শিশুদের শপিং মলে নিয়ে গিয়ে শপিং করাতে পেরে আমরা খুশি।জামা ও বিরিয়ানি প্যাকেট পেয়ে ওরা দারুন আনন্দিত।

    ছিলেন যাদব চন্দ্র বর,সুদীপ গিরি,মিলন গিরি, ডঃ শুদ্ধ সূচী দাস, অঙ্কিতা নায়ক,সৌমেন সামন্ত প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *