গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।কাঁথি-৩ ব্লকের কুসুমপুর পঞ্চায়েতের সাপাই শিশু বিকাশ কেন্দ্রের নব নির্মিত গৃহের শুভ উদ্বোধন হয় ৯ নভেম্বর বৃহস্পতিবার। উদ্বোধন করেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিমল চন্দ্র শাসমল, কুসুমপুর পঞ্চায়েত প্রধান পারুল রানী বর, উপ-প্রধান মান্তু জানা, সমাজসেবী সেক সায়েদ, গৌতম বেরা সহ শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ী গণ।মহতি পর্বে পৌরোহিত্য করেন অমর চন্দ্র জানা।উদ্বোধক তার বক্তব্যে উল্লেখ করেন নারী ও
শিশু কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এই শিশু শিক্ষা কেন্দ্রের বরাদ্দ ব্যায় ১০ লক্ষ ২৮ হাজার টাকা। শিশুদের এই পরিকাঠামো উন্নয়নে স্থানীয় শিক্ষানুরাগী শচীনচন্দ্র মন্ডল ৩ডে: ভূমি দান করার ফলে নতুন বিল্ডিং নির্মাণ সম্ভব হল। ফলে আগামী দিনে স্থানীয় শিশুদের পঠন পাঠনের মান বাড়বে এমন প্রত্যাশা করেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা জ্যোৎস্না মন্ডল।