গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি : এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের আড়গোয়াল পঞ্চায়েতের উদ্যোগে বিজয়া সম্মিলনী ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হয় মঙ্গলবার।পঞ্চায়েতে গান্ধীজি ও স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে কেক কেটে দলের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন পালনের মধ্য দিয়ে বিজয়া সম্মেলন ও সম্বর্ধানা জ্ঞাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিক ও পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সংগঠক অপরের সাঁতরা।মিষ্টি মুখের মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যাগণ। সেইসঙ্গে সাংস্কৃতিক
সভাধিপতি বিধায়ক উত্তম বারিককে স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন প্রাক্তন উপপ্রধান ও সংগঠক অপরেশ সাঁতরা।অনুষ্ঠানেরও আয়োজন হয়। এদিন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা ও দ্বিতীয় বারের জন্য সভাধিপতি হওয়ায় উত্তম বারিক ও প্রাক্তন উপ প্রধান সমাজকর্মী অপরেশ
প্রধান শেখ মালেক আলী স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন প্রাক্তন উপপ্রধান অপরেশ সাঁতরাকে। সাঁতরা,জেলা পরিষদ সদস্য গোলোকেশ নন্দ গোস্বামীসহ ৬০জনকে, পুষ্প স্তবক, উত্তরীয়,স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান হয়। উপস্থিত
ছিলেন জেলা পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযুষ কান্তি পন্ডা, পঞ্চায়েত সদস্য নবকুমার পন্ডা, প্রাক্তন প্রধান কল্যান কুমার মাইতি প্রমুখ। বিজয় উৎসব ঘিরে সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল নজর কাড়া। সভায় সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান শেখ মালেক আলী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েতের উপপ্রধান রুমা প্রধান।