গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা থানার আবাসিকবৃন্দের উদ্দ্যোগে থানা ক্যম্পাসে নব নির্মিত কালী মন্দিরের উদ্বোধন হয় শ্যামা পূজোর দিন রবিবার দুপুরে। নজর কাড়া উপস্থিতি ও উৎসহর মধ্য দিয়ে ফিতে কেটে ও মঙ্গল দীপজ্বেলে মন্দিরের শুভ দ্বারোদঘোটন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য,সঙ্গে এগরা মহকুমা শাসক মনজিৎ কুমার যাদব, এগরা মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ বদিউজ্জমান , সি আই রজত কান্তি পাল,এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি, পৌরসভার উপ পৌর প্রধান সোমা চক্রবর্তী। ছিলেন এগরা-১পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্য চক্রবর্তী ,এগরা- পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি দীনেশ প্রধান ও আরতি মুন্ডা, কাউন্সিলর জয়ন্ত সাউ, প্রাক্তন কাউন্সিলর নব কুমার
ঘোড়াই, সমাজসেবী উদয় পাল প্রমুখ। স্বাগত জানান এগরার থানার আই সি স্বপন কুমার গোস্বামী। উদ্বোধক পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, থানা কম্পাসে মন্দির হলেও ভাববেন না এটা কেবল থানার সম্পদ। সাধারণ মানুষ ও পুলিশের মধ্যে মেলবন্ধনের ও সুসম্পর্ক স্থাপনের এটি একটি মাধ্যম। বিভিন্ন সময়ে আধিকারিকরা পরিবর্তন হলেও দীর্ঘ সময় কর্মসূত্রে থেকে এই নির্মাণ সুসম্পন্ন করায় মহকুমা পুলিশ