প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।। দেশপ্রাণ ব্লকের অধীন কাঁথি নতুন চক্রের চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিদায় সম্বর্ধনা জ্ঞাপন হয় মঙ্গলবার। শিশুশ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের পঞ্চম শ্রেণীর দাদা দিদিদের কপালে চন্দন চর্চিত করে, হাতে চারা গাছ, শিক্ষা সামগ্রীসহ উপহার সামগ্রী তুলে বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করে। সভায় পৌরহিত্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র।সহশিক্ষক অমিত কুমার জানা, বিশ্বজিৎ আচার্য, শোভন মাইতি, সুশান্ত বসু ,নিতীশচন্দ্র পন্ডা, শিক্ষিকা পূর্ণব্রতী দাস, সরোজিনী স্ব সহায়ক দলের আলপনা মাইতি ও স্মৃতি রেখা পণ্ডা একে একে তাদের উপদেশ মূলক বক্তব্যে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। ছাত্র ছাত্রীরা চোখের জলে নিজেদের এই বিদ্যালয় জীবনের অনুভূতি ব্যাক্ত করে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ মাইতি। শেষে ছাত্রছাত্রীদের, মাছ, মাংস ,মিষ্টি যোগে প্রীতিভোজের আয়োজন হয়। এমন অনুষ্ঠান এলাকার অভিভাবক অভিভাবিকাদের প্রসংশা কুড়ায় ।