গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা ও কাঁথি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমা শাসকের সভাকক্ষে যথাযথ মর্যাদায় পালিত হলো মহাত্মা গান্ধীর ৭৭ তম মহাপ্রয়াণ দিবস।এগরায় গান্ধীজীর

    প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন মহকুমা শাসক মঞ্জীত কুমার যাদব। পুষ্পার্ঘ্য নিবেদন করেন মহকুমা উপশাসক মনতোষ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সর্ব ধর্ম প্রার্থনাসভার জন্যে আমন্ত্রণ জানানো হয হিন্দু, ইসলাম ও খ্রিস্টান ধর্ম গুরুদের। হিন্দু পুরোহিত শ্রীমৎভগবত গীতা পাঠ করেন, ইসলাম ধর্মগুরু পবিত্র কোরান পাঠ করেন, খ্রিস্টান ধর্ম গুরু
      বাইবেল পাঠ করেন। তারা সকলেই সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দেন।এরপর লোকপ্রসার প্রকল্পে নথিভুক্ত শিল্পীবৃন্দ রামধুন সঙ্গীত পরিবেশন করেন। মহকুমা শাসকের অভিভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
      সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় এগরা কলেজের অধ‍্যাপক মলয় বারিক।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি অধিকারীক শাহিন সারিয়ার আনসারী।

        কাঁথি মহকুমা শাসকের সভাকক্ষে যথাযথ মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭তম মহাপ্রয়াণ দিবস। পাশাপাশি আয়োজিত হয় প্রার্থনা ও আলোচনা সভা।উপস্থিত ছিলেন মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য ও তথ্য সংস্কৃতি দপ্তর এর আধিকারিকগণ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কাঁথি মহকুমা তথ‍্য আধিকারিক অয়ন বিশ্বাস।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *