রাজকুমার মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড় গ্রাম।বিপুল উৎসাহ উদ্দীপনায় এগরা মহকুমা বইমেলার ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার তৃতীয় দিন ছিল রবিবার।

    এদিন বালিঘাই ফকির দাস হাই স্কুলে এগরা-২ ব্লকের প্রতিযোগিতা গুলির উদ্বোধন করেন মেলা কমিটির কার্যকরী সদস্য তথা এগরা কেন্দ্রীক দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা। স্বাগত বক্তব্য রাখেন এগরা প্রেসক্লাব ও এগরা মহকুমা বইমেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র। ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যকরী সভাপতি বীর কুমার শী। ছিলেন পরিচালন কমিটির সদস্য প্রকাশ রায়চৌধুরী, নবকান্ত জানা ,দুই কনভেনার তপন কুমার মন্ডল ও মানস মাইতি, ব্লক কো আর্ডিনেটর শুভেন্দু প্রামানিক প্রমুখ ।প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।।   
      এদিন দ্বিতীয় প্রতিযোগিতাটি  হয় পটাশপুর-১ ব্লকের নতুন পুকুর কৃষাণ মান্ডিতে। এই ব্লকের প্রতিযোগিতা
        গুলির উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা ও পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক। ছিলেন মেলা কমিটির সদস্য সুমন কল‍্যান প্রধান, ব্লকের দুই কো অর্ডিনেটর প্রেমাঙ্কুর শাসমল ও প্রবীর ভঞ্জ ,স্বাতী
          মান্না, সৈকৎ বেরা, গৌর বর্মন প্রমুখ।
          ২৫০ প্রতিযোগী অংশগ্রহণ করে।ভগবানপুর-১ ব্লকের বেঁউদিয়া পঞ্চায়েত
            কার্যালয় ও কোটনাউড়ী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা গুলি সম্পন্ন হয়। বেঁউদিয়া পঞ্চায়েতের প্রাক্তন উপ-প্রধান প্রিয়ব্রত চন্দ্র, সাংবাদিক সজল মাইতি, ব্লকের দুই কো অর্ডিনেটর বিকাশ পন্ডিত ও
              সুতনু পন্ডিত, প্রধান শিক্ষক ,সহ শিক্ষক-শিক্ষিকাগণ।
              প্রসঙ্গত ব্লকের কৃতি প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের নিয়ে ৩মার্চ সকাল-৯ টায় মহকুমা প্রতিযোগিতা হবে মেলা প্রাঙ্গন ও শীতলা প্রাথমিকে। ঐদিন মেলা মঞ্চে ২ টা থেকে নাচ প্রতিযোগিতা হবে বলে জানান সম্পাদক গৌরীশংকর মহাপাত্র। এ দিন তিনটি ব্লকের প্রতিযোগিতা সুসম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট কো অর্ডিনেটর, শুভানুধ্যায়ী, মেলা কমিটির সদস্য, বিচারক মন্ডলী, সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ,পঞ্চায়েত প্রশাসনের পাশাপাশি বিশেষ সহযোগিতার জন্য বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি, এগরা ও এস জি হাসপাতাল, বালিঘাই হাই স্কুল,
                পটাশপুর ১প: সমিতির কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা, সমাজসেবী সুনীল জানা, ভগবানপুর-১এর জেলা পরিষদ সদস্য রবিন মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, পঞ্চায়েত সমিতির সদস্য স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান প্রিয়ব্রত চন্দ্র কে ধন্যবাদ জানান মেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র। পাশাপাশি ২- ১০ মার্চ-২৪, পর্যন্ত মেলার দিনগুলি ও মহকুমা প্রতিযোগিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
                প্রতিটি প্রতিযোগিতা কেন্দ্রে উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, কার্যকরী সভাপতি বীরকুমার শী,সহ-সভাপতি প্রকাশ রায়চৌধুরী, কনভেনর ও এগরা কেন্দ্রীয় দক্ষিণ মেদিনীপুর জেলা প্রস্তাবক কমিটির সভাপতি ডা বাদল অশ্রু ঘাটা, কনভেনর আশিস দাস প্রমুখ।

                  পটাশপুর-১ এ প্রতিযোগিতায় বিচারক মন্ডলিকে কবি কিশোর নাগ আলপনা পট্টনায়ক প্রমূখ। আগামী ২৫ শে ফেব্রুয়ারি রাসন জগন্নাথ প্রাথমিকে এগরা-১ ব্লকের প্রতিযোগিতার মধ্য দিয়ে ব্লক স্তরের প্রতিযোগিতা সম্পন্ন হবে।

                  Share

                  Leave a Reply

                  Your email address will not be published. Required fields are marked *