রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভুমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।এগরা ও এস জি ল্যাপারোস্কোপিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বাগদেবী সরস্বতীপূজার্চনার পাশাপাশি সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বুধবার। স্বাগত ভাষণে সংস্থার ডাইরেক্টর ইন অ্যাডমিনিস্ট্রেশন প্রখ্যাত অঙ্কলজিস্ট ডা: স্বরূপ জিৎ ঘাটা বলেন হাসপাতালের স্বাস্থ্যপরিষেবা ও নার্সিং পঠন পাঠনে যুক্ত ছাত্রীরা কেবল স্বাস্থ্য পরিষেবা নয় তার পাশাপাশি সংস্কৃতি চর্চায় অনেক পারদর্শী।সরস্বতী পূজোর দিনে তাদের সাংস্কৃতিক দক্ষতা উপস্থাপণসহ সাংস্কৃতিক আড্ডার এই ঘরোয়া আয়োজন।শিক্ষার্থী ওকর্মীরা  নাচ, গান, আবৃত্তি ও আলোচনার

                                   মাধ্যমে তাদের সাংস্কৃতিক কসরৎ তুলে ধরে।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় পল্লবী চ্যাটার্জী, শ্রেয়া বেরা, বৃষ্টি মোদী, অনুষ্কা বিশাল প্রমুখ। উপস্থিত ছিলেন এগরা প্রেসক্লাব ও এগরা মহাকুমা বইমেলার সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, হাসপাতালের ডাইরেক্টর অনিন্দিতা চৌধুরী ঘাটা, জুনিয়ার ডাইরেক্টর ঋদ্ধিমা ঘাটা, ডা বিকাশ দাস, ডা শ্রীমন্ত কুমার, সিনিয়র নার্স কবিতা রানা প্রমুখ।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় সংস্থার কর্ণধার বর্ষীয়ান ডাইরেক্টর প্রখ্যাত শল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা। শেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *